বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
১০ জানুয়ারী ২০২৪, বুধবার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক মশিউর রহমান খান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক, ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক তুহিন আল ফরাজীসহ নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, “১৯৮৫ সালের ১০ জানুয়ারী প্রতিষ্ঠার পর থেকে এদেশের ছাত্রসমাজ ও গণমানুষের প্রতিটি সংগ্রামে ছাত্র ফেডারেশন তার স্বার্থের সবটুকু দিয়ে রাজপথে লড়েছে; নেতৃত্ব দেবার চেষ্টা করেছে। সামনের দিনেও আমরা সে লড়াইয়ের ধারাবাহিকতা রক্ষা করবো। এদেশের ছাত্র সমাজ ও গণমানুষের স্বার্থের পক্ষে ছাত্র ফেডারেশন তার লড়াই চালিয়ে যাবে।”