বাংলাদেশ ছাত্র ফেডারেশন – নাম, লক্ষ্য, মূলনীতি , মতাদর্শ
নামঃ
আমাদের এই সংগঠনের নাম হবে ‘ বাংলাদেশ ছাত্র ফেডারেশন” । ছাত্র বলতে নারী-পুরুষ নির্বিশেষে সকল শিক্ষার্থীকে বোখাবে। ইংরেজিতে Students’ Federation of Bangladesh (SFB).
লক্ষ্যঃ
লুটেরা সাসক শ্রেণির লেজুড়বৃত্তিমুক্ত শ্রমিকশ্রেণি তথা ব্যাপক সংখ্যক জনগণের পক্ষের রাজনীতি বিকাশে সহায়ক ছাত্র আন্দোলন গড়ে তোলা।
মূলনীতিঃ
ছাত্র ফেডারেশনের মূলনীতি যথাক্রমে – শিক্ষা, সাম্য, সংগ্রাম, প্রগতি।
মতাদর্শঃ
সাম্যবাদী চেতনায় সংখ্যাগরিষ্ঠ মানুষ ও বিশেষভাবে ছাত্র সমাজের স্বার্থ রক্ষাকারী মতাদর্শের অনুশীলন।
মনোগ্রামঃ
ছাত্র ফেডারেশনের মনোগ্রাম হবে কাস্তে-হাতুড়ি ও কলম ধরা মুষ্টিবদ্ধ ডান হাত।
পতাকাঃ
ছাত্র ফেডারেশনের পতাকা হবে গাঢ় লাল জমিনের মাঝখানে হলুদ মনোগ্রাম।