পয়সার জোরে সমাজের যে কোনো স্তরে ওঠার বাসনা যে সকলের জীবনেই সফল হবে- তা নয়। বরং সিড়ির আকাঙিক্ষত ধাপটি বেশিরভাগ লোকেরই নাগালের বাইরে থেকে যায়, কেউ কেউ হোঁচট খেয়ে নিচেও গড়িয়ে পড়ে। কিন্তু বাসনা পুষতে বাধা কোথায়? পোষা বাসনাটি দিনদিন ফাপেঁ এবং কেউ কেউ ভাবতে শুরু করে যে গন্তব্যে পৌঁছতে আর দেরি নাই। সুতরাং জীবনযাপনের মান ও পদ্ধতি এবার পাল্টানো দরকার।? – আখতারুজ্জামান ইলিয়াস
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © 2024 | বাংলাদেশ ছাত্র ফেডারেশন